November 14, 2025
লচকা নদীতে বেআইনি ভাবে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে বাগডোগরায়। অভিযোগের তির মার্বেল ব্যবসায়ী অমলচন্দ্র ঘোষের দিকে। সেচ দপ্তরের উদ্যোগে মামলা রুজু, পুলিশ তদন্তে নেমেছে।
বাগডোগরা, ১৩ এপ্রিল:
লচকা নদীর উপর অবৈধভাবে বাঁধ নির্মাণ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বাগডোগরায়। অভিযোগ উঠেছে লোকনাথনগরের মার্বেল ব্যবসায়ী অমলচন্দ্র ঘোষের বিরুদ্ধে। সেচ দপ্তরের শিলিগুড়ি শাখার এসডিও যুবরাজ সিং বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাঁচজন শ্রমিককে আটক করে। যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
অভিযোগ ও তদন্ত:
সেচ দপ্তরের অভিযোগ, নদীর গতিপথ রুদ্ধ করে বোল্ডার ও তারজালি দিয়ে বাঁধ তৈরি করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। এসডিও যুবরাজ সিং জানিয়েছেন, “এই বিষয়ে থানার পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং জেলা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয় প্রশাসনের প্রতিক্রিয়া:
গোঁসাইপুর পঞ্চায়েত প্রধান রিতা সিংহ জানান, “আমরা এক সপ্তাহ আগে অমলচন্দ্র ঘোষকে কাজ বন্ধ করতে বলেছিলাম। কিন্তু তিনি কর্ণপাত করেননি। পরিবেশ দূষণের কারণে নদী আগেই ক্ষতিগ্রস্ত, তার উপর এমন বেআইনি নির্মাণ মেনে নেওয়া হবে না।”
অভিযুক্ত পক্ষের অবস্থান:
অমলচন্দ্র ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তার দোকানের কর্মীরা জানান তিনি বাইরে রয়েছেন। ফোন নম্বরও দিতে অস্বীকার করেন। ফলে তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
Recommended Post
All Rights Reserved © 2025 Siliguri Reports
Leave a Comment