November 14, 2025

ফাঁসিদেওয়ায় দলের সম্মেলনে অপমান! চেয়ার না পেয়ে কাঁদলেন পঞ্চায়েত সমিতির সভাপতি

April 14, 2025
1Min Read
54 Views

ফাঁসিদেওয়ার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা জেলা সম্মেলনে আমন্ত্রণ পেয়েও মঞ্চে চেয়ার পাননি। অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে মঞ্চ ছাড়েন তিনি।

ফাঁসিদেওয়া, ১৩ এপ্রিল:
দলের নিজস্ব শাখা সংগঠনের অনুষ্ঠানেই অপমানিত ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা। কিষান খেতমজদুর তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সম্মেলনে রবিবার মঞ্চে চেয়ার না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে ক্ষোভে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান।

রিনার অভিযোগ, তাঁকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হলেও সম্মান দেওয়া হয়নি। অন্যদিকে, কিষান খেতমজদুর সংগঠনের ব্লক সভাপতি মহম্মদ বসিরউদ্দিন বলেন, “দলের অনেকেই ছিলেন মঞ্চে, কর্মীরা হয়তো রিনাকে চিনতে পারেননি। পরে জায়গা দেওয়া হয়েছিল।”

চটহাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হওয়া ওই সম্মেলনে অন্য কর্মাধ্যক্ষ মঞ্চে চেয়ার পেলেও রিনাকে জায়গা না দেওয়ায় দলের অন্দরেই শুরু হয়েছে চর্চা। সহকারী সভাপতি চন্দ্রমোহন রায়ের মতে, “এটি দুর্ভাগ্যজনক। সংগঠনের কিছু সদস্যের অভিজ্ঞতার অভাব এর কারণ।”

অন্যদিকে সম্মেলনে সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের মিটিংয়ের নামে আনা হয়েছিল বলেও অভিযোগ। মার্জিনা খাতুন নামে এক মহিলা জানান, “ভাড়া দেওয়া হবে বলা হলেও তা দেওয়া হয়নি।” যদিও বসিরউদ্দিন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

Leave a Comment
logo-img Siliguri Reports

All Rights Reserved © 2025 Siliguri Reports