November 14, 2025
শিলিগুড়ি শহরে লাগানো ৯০ শতাংশ সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে পড়ায় তদন্তে সমস্যায় পড়ছে পুলিশ। নিখোঁজ, খুন কিংবা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া এই নজরদারি ব্যবস্থা এখন কার্যত অচল।
শিলিগুড়ি, ১২ এপ্রিল: কোনও দুষ্কৃতীকে চিহ্নিত করা হোক কিংবা পরবর্তীতে আদালতে প্রামাণ্য হিসেবে পেশ — সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশি তদন্তে বড় ভূমিকা নেয়। এই কারণে শহরের নিরাপত্তা, বিশেষত রাতের সুরক্ষার জন্য শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ শহর জুড়ে বহু সিসিটিভি ক্যামেরা বসিয়েছিল। কখনও নিজেদের উদ্যোগে, আবার কখনও ব্যবসায়ী কিংবা সামাজিক সংগঠনের সহযোগিতায়।
এই ক্যামেরার সাহায্যে পুলিশ বেশ কয়েকটি মামলায় সাফল্য পেয়েছে। উল্লেখযোগ্যভাবে মাটিগাড়ার নাবালিকা স্কুলছাত্রী খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দোষীর ফাঁসির সাজা নিশ্চিত হয়।
কিন্তু বর্তমানে এই সিসিটিভি ক্যামেরার প্রায় ৯০ শতাংশই বিকল হয়ে গিয়েছে। সংখ্যাটা তিনশোরও বেশি। ফলে তদন্তে গিয়ে বিপাকে পড়ছেন আধিকারিকরা। কোথাও রাস্তার কাজ করতে গিয়ে ছিঁড়ে গিয়েছে ক্যামেরার কেবল, আবার কোথাও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ক্যামেরা অকেজো হয়ে পড়েছে।
সম্প্রতি, এক অসুস্থ নিখোঁজ তরুণীর খোঁজ করতে গিয়ে এই সমস্যার মুখে পড়ে শিলিগুড়ি থানার পুলিশ। এনটিএস মোড় থেকে মহাবীরস্থান পর্যন্ত পুলিশি নজরদারির জন্য লাগানো ক্যামেরার একটিও ঠিকঠাক কাজ করছে না বলে সূত্রের খবর।
এ প্রসঙ্গে কথা বলার জন্য শিলিগুড়ি পুলিশের ডেপুটি কমিশনার (সদর) তন্ময় সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ডেপুটি কমিশনার (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর জানান, “একটি সংস্থাকে ক্যামেরার পোল বসানোর জন্য টেন্ডার ডেকে কাজ দেওয়া হয়েছে।”
নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে প্রশ্ন — এত গুরুত্বপূর্ণ নজরদারি ব্যবস্থার এমন অবস্থায় শহরের নিরাপত্তা ঠিক কোথায় দাঁড়িয়ে?
Recommended Post
All Rights Reserved © 2025 Siliguri Reports
Leave a Comment