November 14, 2025

স্বামীর সঙ্গে বিবাদের জেরে বিষপানে মৃত্যু নাবালিকা স্ত্রীর, তদন্তে পুলিশ

April 13, 2025
1Min Read
40 Views

প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করা নাবালিকা স্ত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। সিগারেট খাওয়া নিয়ে বিবাদের জেরে বিষপান করে মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

মালদা, ১২ এপ্রিল: মাত্র দিন পনেরো আগে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল হবিবপুরের এক নাবালিকা। পরিবার প্রথমে আপত্তি করলেও পরে মেনে নেয় সম্পর্কটি। কিন্তু স্বামীর সঙ্গে সিগারেট খাওয়া নিয়ে বিবাদের জেরে বিষপান করে আত্মঘাতী হয় ওই দশম শ্রেণির ছাত্রী। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে স্থানীয় এক বিদ্যালয় থেকে। ভূতনি এলাকার এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং দু’সপ্তাহ আগেই তাঁরা পালিয়ে বিয়ে করে। গত বৃহস্পতিবার তার দাদুর মৃত্যু হলে স্বামীর সঙ্গে বাবার বাড়ি আসে সে।

পরদিন সকালে শ্বশুরবাড়ি ফেরার পথে তাঁরা বৈষ্ণবনগরের এক আত্মীয়ের বাড়িতে ওঠে। সেখানেই ঘটে মর্মান্তিক ঘটনা। শনিবার ভোরে স্বামী ফোন করে মেয়ের পরিবারকে জানায়, সে বিষ খেয়েছে এবং মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। পরিবারের লোকজন সেখানে পৌঁছলেও তখন মৃত ঘোষণা করা হয় নাবালিকাকে।

নাবালিকার বাবা জানান, “মেয়ের সিগারেট খাওয়ার বিষয়টি জানতে পেরে স্বামী তাকে থাপ্পড় মারে। তাতেই অভিমানে বিষপান করেছে বলে আমরা শুনেছি। আমরা চাই, পুলিশ সঠিক তদন্ত করুক।”

এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের না হলেও, পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় মহলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং নাবালিকা বিয়ে ও পারিবারিক সহিংসতার মতো বিষয়গুলি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment
logo-img Siliguri Reports

All Rights Reserved © 2025 Siliguri Reports