November 14, 2025
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবার শিলিগুড়িতে আন্দোলনের ডাক দিয়েছে একটি সংগঠন। পরিস্থিতি যাতে অশান্ত না হয়, সেই কারণে সতর্ক অবস্থানে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ।
শিলিগুড়ি, ১৩ এপ্রিল:
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে শিলিগুড়িতে শুক্রবার আন্দোলনের ডাক দিয়েছে ‘নুর-ই-মুজাসসম’ নামে একটি সংগঠন। এই আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় নজরদারি এবং প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “সামাজিক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনও কাজ বরদাস্ত করা হবে না।”
অন্যদিকে, শহরের পরিস্থিতি শান্ত রাখতে এবং হিন্দু সমাজের দাবি-দাওয়ার কথা জানাতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে সোমবার পুলিশের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে।
Recommended Post
All Rights Reserved © 2025 Siliguri Reports
Leave a Comment